রক্তে বিলিরুবিন নামক পদার্থের মাত্রা বেড়ে চোখসহ শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে গেলে একে জন্ডিস বলা হয়।
জ্বর যেমন- টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, সাধারণ ভাইরাসের সংক্রমণসহ নানা রোগের কারণে হতে পারে। তেমনি জন্ডিসও হতে পারে বিভিন্ন রোগের কারণে। ভাইরাল হেপাটাইটিস, পিত্ত নালির পাথর বা টিউমার, অন্ত্রের টিউমার, রক্তের বিভিন্ন রোগ যেমন থ্যালাসেমিয়াসহ অনেক রোগে রক্তে বিলিরুবিন নামক পদার্থের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। জন্মগত কিছু রোগের কারণেও জন্ডিস হয়।
জন্ডিসের প্রধান কারণ ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি, সি, ই ভাইরাস এর সংক্রমণে লিভারে প্রদাহের কারণে এটি হয়।
মূলত চোখের সাদা অংশ হলুদ হলেই ওই অবস্থাকে জন্ডিস বলা হয়। জন্ডিসের মাত্রা আরো বাড়লে হাত-পা এমনকি পুরো শরীর হলুদ বর্ণ ধারণ করে। প্রস্রাবের রঙ হালকা থেকে গাড় হলুদ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, শুধু মাত্র প্রস্রাব হলুদ হলেই একে জন্ডিস বলা হয় না। এর পাশাপাশি জন্ডিসের কারণ অনুযায়ী অন্যান্য উপসর্গ থাকে, যেমন- ক্ষুদামন্দা, বমির ভাব, পেট ব্যথা, চুলকানি ইত্যাদি। এ সময় বিশ্রামে থাকা জরুরি।
-১মিনিটের প্রেসক্রিপশন মাত্র ২০সেকেন্ডে সম্পন্ন করা যায়।
-৩ মিনিটের প্রেসক্রিপশন মাত্র ৫০সেকেন্ডে সম্পন্ন করা যায়।
-ভগ্নাংশ গুলিও সুন্দর ভাবে লেখা যায়
-মেডিসিন এর সম্পুর্ন নাম লিখতে হয় না। শুধু মাত্র ২-৩ টি লেটার লিখলেই হয়।
-উপদেশের জন্য আপনাকে আর ৮-১০ আইটেমের সিল রাখা লাগবে না
-রোগীর লাস্ট প্রেসক্রিপশন ড্রাগ হিস্ট্রি দেখতে পাবেন
-প্রেসক্রিপশনটি কে সাদা কালো অথবা রঙ্গিন প্রিন্ট করতে পারবেন।
-আপনার মনের মত করে কালার সেট করতে পারবেন।
-প্রেসক্রিপশনটির ব্যাকগ্রাউন্ড ছবি সেট করে দিতে পারবেন।
-প্রেসক্রিপশনটির দেখতে কেমন হবে সেটাও আপনি আপনার মনের মত করে সাজিয়ে নিতে পারবেন।
(১) যদি আপনার পেইজ প্রিন্ট করা থাকে,
(২) আর যদি প্রিন্ট করা না থাকে। প্রেসক্রিপশনর ছবি গুলো দেখুন।
-প্রেসক্রিপশন টি রোগীর মোবাইলে শেয়ারিট অথবা ব্লুটুথ এর মাধ্যমে খুব সহজেই দিতে পারবেন।
এখন পর্যন্ত ৩১৩ জন ডাক্তার এই Create Digital Prescription সফটওয়্যারটির মাধ্যমে তাদের রোগীদেরকে সেবা দিয়ে থাকেন।
মেডিসিন, ডায়াবেটিস, শিশু ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ
মেডিসিন, ডায়াবেটিস, শিশু ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ
মেডিসিন মা ও শিশু চিকিৎসক
মেডিসিন মা ও শিশু চিকিৎসক
মেডিসিন ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ
মেডিসিন ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ
MBBS, FCPS, FRCP(Edinburgh)
গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স
গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স
MBBS,FCPS (Higher training-Singapore,Thailand)
সফটওয়্যারটি দেখার পরে যদি আপনার মনে হয় যে একটু পরিবর্তন করলে আপনার জন্য আরও বেশি সুবিধা হয়, তবে অবশ্যই অবশ্যই জানাবেন। কারণ আমি সর্বদাই চাই যেন সফটওয়্যারটি আপনার মনের মত হয়। যদি আমার এই সফটওয়্যারটি আপনাদের উপকারে লেগে থাকে তবেইত আমার পরিশ্রম সার্থক হবে।
আপনাদের কোন জানার থাকলে সরাসরি ০১৭২৪৪৪৩০০৭ এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন অথবা মেসেজ ও পাঠাতে পারেন।
সবার জন্য শুভ কামনা রইলো
Senior Software Engineer
Senior Software Engineer
Ethics Advanced Technology Limited