আপনাদের সেবায় যেন কোন রকমের অসুবিধা না হয়। এর জন্য আমরা ১০ বছর যাবত ১০ জন হাই এক্সপেরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছি।
ইউনিকোড কনভার্টার

সফটওয়্যারটি নিতে

+8801724443007

Order Now

জন্ডিস

আগে সময় সম্বন্ধে সচেতন হও, তার পরে কাজ করো। --সিন্ডেলা

জন্ডিস কি, কেন হয়?

রক্তে বিলিরুবিন নামক পদার্থের মাত্রা বেড়ে চোখসহ শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে গেলে একে জন্ডিস বলা হয়। জ্বর যেমন- টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, সাধারণ ভাইরাসের সংক্রমণসহ নানা রোগের কারণে হতে পারে। তেমনি জন্ডিসও হতে পারে বিভিন্ন রোগের কারণে। ভাইরাল হেপাটাইটিস, পিত্ত নালির পাথর বা টিউমার, অন্ত্রের টিউমার, রক্তের বিভিন্ন রোগ যেমন থ্যালাসেমিয়াসহ অনেক রোগে রক্তে বিলিরুবিন নামক পদার্থের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। জন্মগত কিছু রোগের কারণেও জন্ডিস হয়।
জন্ডিসের প্রধান কারণ ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি, সি, ই ভাইরাস এর সংক্রমণে লিভারে প্রদাহের কারণে এটি হয়।

জন্ডিস কিভাবে বুঝবেন?

মূলত চোখের সাদা অংশ হলুদ হলেই ওই অবস্থাকে জন্ডিস বলা হয়। জন্ডিসের মাত্রা আরো বাড়লে হাত-পা এমনকি পুরো শরীর হলুদ বর্ণ ধারণ করে। প্রস্রাবের রঙ হালকা থেকে গাড় হলুদ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, শুধু মাত্র প্রস্রাব হলুদ হলেই একে জন্ডিস বলা হয় না। এর পাশাপাশি জন্ডিসের কারণ অনুযায়ী অন্যান্য উপসর্গ থাকে, যেমন- ক্ষুদামন্দা, বমির ভাব, পেট ব্যথা, চুলকানি ইত্যাদি। এ সময় বিশ্রামে থাকা জরুরি।

জন্ডিস হলে কী করবেন?

জন্ডিস হলে পর্যাপ্ত পরিমান তরল খাবার খেতে হয় এবং বেশি তেলযুক্ত বা ঝালযুক্ত খাবার পরিহার করতে হয়। কিছু খাবার এড়িয়ে চলাই উচিত যেমন চর্বিজাতীয় খাবার (ঘি, মাখন, যেকোনো ভাজা খাবার বা ফাস্টফুড, গরু-খাসির মাংস ইত্যাদি)।সহজে হজমযোগ্য সরল শর্করা, যেমন: শরবত, ভাত, জাউভাত, সুজি, রুটি ইত্যাদি বেশি খাওয়া উচিত।
সিরাপের মধ্যে একমির হেপাটোলিন সিরাপটি জন্ডিসের জন্য ভাল কাজ করে। হেপাটোলিন সিরাপটি মূলত জন্ডিসের জন্যই বানানো হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই বাস্তবে সেবন করা ঠিক না। এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিটাই বেশি থাকে।
হেপাটোলিন (HEPATOLIN)

যে সকল সুবিধা গুলো পাচ্ছেন

সময় তাদের জন্য বহুগুণ দাঁড়িয়ে থাকে যারা তা ব্যবহার করে। --লিওনার্দো দা ভিঞ্চি

সুবিধাগুলো হল -

-১মিনিটের প্রেসক্রিপশন মাত্র ২০সেকেন্ডে সম্পন্ন করা যায়।
-৩ মিনিটের প্রেসক্রিপশন মাত্র ৫০সেকেন্ডে সম্পন্ন করা যায়।
-ভগ্নাংশ গুলিও সুন্দর ভাবে লেখা যায়
-মেডিসিন এর সম্পুর্ন নাম লিখতে হয় না। শুধু মাত্র ২-৩ টি লেটার লিখলেই হয়
-উপদেশের জন্য আপনাকে আর ৮-১০ আইটেমের সিল রাখা লাগবে না
-রোগীর লাস্ট প্রেসক্রিপশন ড্রাগ হিস্ট্রি দেখতে পাবেন
-প্রেসক্রিপশনটি কে সাদা কালো অথবা রঙ্গিন প্রিন্ট করতে পারবেন।
-আপনার মনের মত করে কালার সেট করতে পারবেন।
-প্রেসক্রিপশনটির ব্যাকগ্রাউন্ড ছবি সেট করে দিতে পারবেন।
-প্রেসক্রিপশনটির দেখতে কেমন হবে সেটাও আপনি আপনার মনের মত করে সাজিয়ে নিতে পারবেন

প্রেসক্রিপশনটি ২ভাবে প্রিন্ট করতে পারবেন

(১) যদি আপনার পেইজ প্রিন্ট করা থাকে,
(২) আর যদি প্রিন্ট করা না থাকে। প্রেসক্রিপশনর ছবি গুলো দেখুন।

-প্রেসক্রিপশন টি রোগীর মোবাইলে শেয়ারিট অথবা ব্লুটুথ এর মাধ্যমে খুব সহজেই দিতে পারবেন।

প্রথম ছবি

bdprescription

দ্বিতীয় ছবি

bdprescription

About Software

আমি আস্টিয়ান্দের পরাজয় করেছি, তার প্রধান কারণ হল তারা পাঁচ মিনিটের সময়ের মূল্য অনুধাবন করতে পারেনি। --নেপোলিয়ান

আমার এই বিডিপ্রেসক্রিপশন সফটওয়্যারটি চালার জন্য পুর্বে কম্পিউটারের কোন জ্ঞান থাকা লাগেনা। যে প্রেসক্রিপশন টি খাতায় লিখতে ১ মিনিট সময় লাগে যারা নতুন তারাও সেটি ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে পারবেন। কারণ এখানে ঔষধের সম্পূর্ণ নামটি লিখতে হয় না। কোন ঔষধের দুই থেকে তিনটি লেটার লিখলেই ঐ ঔষধের নামের সাথে এর ব্যবহারটিও চলে আসে। তাই ঔষধের ব্যবহারটি আর নতুন করে লিখতে হয় না। আপনি চাইলে এটি পরির্বতনও করতে পারবেন। আর একটি কথা, একই ঔষধ রোগীর বয়স ভেদে এর ব্যবহারও ভিন্ন হয়। এর জন্য আপনি ব্যবহার টি পরির্বতন করে অথবা ঔষধের তালিকা থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তবে হে উপদেশের জন্য আপনাকে আর ৮-১০ আইটেমের সিল রাখা লাগবে না। এখানে উপদেশ গুলো দেওয়াই আছে। যে রোগীর যেটা দরকার সেটা দিলেন অথবা এটা আপনি খালিও রাখতে পারবেন। এগলোতে শুধু ক্লিক করলেই হয়ে যাবে।

মানুষের চাহিদা যেমন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, তেমনি প্রযুক্তিও প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। মানুষের প্রযোজনে প্রযুক্তি আর প্রযুক্তির প্রযোজনে মানুষ। এভাবেই চলতে থাকে সারা বিশ্বের মানুষ। আর এই প্রযুক্তির প্রধান হাতিয়ার হল মাএ এক থেকে দেড় কেজি ওজনের এই কম্পউটার। আজকে আমরা এই পথিবীতে বেঁচে আছি শুধু মাত্র এই প্রযুক্তির জন্যই। এই যন্ত্রটি না থাকলে আজকে কোন গবেষণাও হতো না, কোন রোগকে চিহ্নিত করাও যেত না, আর এত উন্নত মানের ঔষধ তৈরিও হতো না, ব্রেন টিউমার, ওপেন হার্ড সার্জারির মত বড় বড় রোগের অপারেশনও হতো না।
এমন হাজারও প্রমাণ রয়েছে, যে কাজটি করতে মানুষের দশ বছরেরও বেশি সময় লেগে যেত, এখন সে কাজটি মানুষ মাত্র এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে পারে। যে কাজটি করা মানুষের পক্ষে একেবারেই সম্ভব না, সেই কাজটি আজকের এই কম্পিউটার করে দিচ্ছে অনায়াসেই।

তাহলে দেখুন, যে প্রেসক্রিপশনটি খাতায় লিখতে আপনার ১ মিনিট সমান ৬০ সেকেন্ড সময় লাগে, সেই প্রেসক্রিপশনটি ২০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয় কেন?

নিচের টেবিলে দেখানো হল কোনটিতে অল্প সময়ে বেশি প্রেসক্রিপশন তৈরি করা যায়ঃ

খাতায় লিখতে বিডিপ্রেসক্রিপশন সফটওয়্যারে তৈরি করতে
ধরুন যেখানে আপনি সারা দিনে ১০০টি প্রেসক্রিপশন লেখেন (১০০ * ১মিঃ) = ১০০ মিনিট সমান ১ ঘণ্টা ৪০ মিনিটে। সেখানে আপনি এই সফটওয়্যারটির দারা ১০০ টি প্রেসক্রিপশন তৈরি করবেন মাত্র (১০০ * ২০সেঃ)= ২০০০সেকেন্ড সমান ৩৪ মিনিটে।
তাহলে দেখুন এবার সফটওয়্যার আপনাকে কতটুকু সময় বাঁচিয়ে দিল।
১০০ মিঃ – ৩৪ মিঃ = ৬৬ মিঃ সমান ১ ঘণ্টা ৬ মিনিট অর্থাৎ সফটওয়্যার আপনাকে ১ ঘণ্টা ৬ মিনিট বাঁচিয়ে দিয়েছে।
এবার দেখব ১ ঘণ্টা ৪০ মিনিটে সফটওয়্যারে কয়টি প্রেসক্রিপশন তৈরি করা যায়
১ ঘণ্টা ৪০ মিনিট = ৬০০০ সেকেন্ড ২০ সেঃ তৈরি করেন = ১ টি প্রেসক্রিপশন
সুতরাং ৬০০০ সেঃ তৈরি করবেন = ৬০০০/২০
=৩০০ টি প্রেসক্রিপশন
অর্থাৎ ১ ঘণ্টা ৪০ মিনিটে আপনি ৩০০ টি প্রেসক্রিপশন তৈরি করতে পারবেন।
এবার দেখব ৩০০ টি প্রেসক্রিপশন খাতায় লিখতে কত সময় লাগবে
১টি প্রেসক্রিপশন খাতায় লেখেন = ১ মিনিটে
সুতরাং ৩০০ টি “ “ লিখবেন = ৩০০ * ১
= ৩০০ মিনিটে
আমরা জানি, ৬০ মিনিট সমান = ১ ঘণ্টা
সুতরাং ৩০০ মিনিট সমান = ৩০০/ ৬০
টোটাল = ৫ ঘণ্টা
অর্থাৎ ৩০০ টি প্রেসক্রিপশন খাতায় লিখতে আপনাকে সময় দিতে হবে টোটাল ৫ ঘণ্টা। নামাজের সময়, লাঞ্চ ব্রেক ও আরও অন্যান্য সময় এর সাথে যোগ করলে দেখাযাবে এই ৩০০ টি প্রেসক্রিপশন খাতায় লিখতে আপনার ৬.৩০ঘণ্টা থেকে ৭ ঘণ্টা সময় ব্যয় করতে হবে।
অথচ সফটওয়্যারে ৩০০ টি প্রেসক্রিপশন তৈরি করতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট।

আমি গ্যারেন্টি দিয়ে বলব-যদি আপনি প্রতিদিন এই সফটওয়্যারে ৫ ঘণ্টা নয়, মাত্র ৩ ঘণ্টা করে সময় দেন। দেখবেন আপনার সিরিয়ালে থাকা কোন রোগীও বাদ যাবেনা। ঘণ্টার পর ঘণ্টা যখন কোন রোগী অপেক্ষা করেও আপনার এই ১-৫ মিনিটের সময় টুকু না পেয়ে থাকে তখন তার মুখে হতাশার ছাপ ছাড়া আর কিছুই থাকেনা।

মনে রাখবেন আপনাদের ১ মিনিট সমান ১টি পরিবারের দুঃখের কান্না অথবা সুখের হাসি হতে পারে।

Our Doctors

এখন পর্যন্ত ৩১৩ জন ডাক্তার এই Create Digital Prescription সফটওয়্যারটির মাধ্যমে তাদের রোগীদেরকে সেবা দিয়ে থাকেন।

DR. Shameem Hossain

Dr. shameem hossain

মেডিসিন, ডায়াবেটিস, শিশু ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ

Dr. shameem hossain

মেডিসিন, ডায়াবেটিস, শিশু ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ

Dr. Mohammad Jashim Uddin Bhuyan

Dr. Mohammad Jashim Uddin Bhuyan

মেডিসিন মা ও শিশু চিকিৎসক

Dr. Mohammad Jashim Uddin Bhuyan

মেডিসিন মা ও শিশু চিকিৎসক

Dr. Proshanto Ghosh

Dr. Proshanto Ghosh

মেডিসিন ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ

Dr. Proshanto Ghosh

মেডিসিন ও চর্ম রোগের বিশেষ অভিজ্ঞ

MBBS, FCPS, FRCP(Edinburgh)

Dr. Sharmeen Sultana

Dr. Sharmeen Sultana

গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স

Dr. Sharmeen Sultana

গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স

MBBS,FCPS (Higher training-Singapore,Thailand)

OUR Portfolio

এই Digital Prescription টি রোগীদের হাতে তুলে দিয়ে ডাক্তার গন যতটুকু খুশি হন তাদের চেয়ে বেশি খুশি হন রোগীগন। কারণ তারা সুন্দর এবং সহজেই সব কিছু বুঝতে পারেন।

About Me

  • Name Bulbul Chandra Sarker

  • Village Sarkar Para

  • Thana Atwary

  • District Panchagarh

  • Designation Senior Software Engineer

  • Office Ethics Advanced Technology Limited

সফটওয়্যারটি দেখার পরে যদি আপনার মনে হয় যে একটু পরিবর্তন করলে আপনার জন্য আরও বেশি সুবিধা হয়, তবে অবশ্যই অবশ্যই জানাবেন। কারণ আমি সর্বদাই চাই যেন সফটওয়্যারটি আপনার মনের মত হয়। যদি আমার এই সফটওয়্যারটি আপনাদের উপকারে লেগে থাকে তবেইত আমার পরিশ্রম সার্থক হবে।

আপনাদের কোন জানার থাকলে সরাসরি ০১৭২৪৪৪৩০০৭ এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন অথবা মেসেজ ও পাঠাতে পারেন।

সবার জন্য শুভ কামনা রইলো

Bulbul Chandra Sarker

Bulbul Chandra Sarker

Senior Software Engineer

Bulbul Chandra Sarker

Senior Software Engineer

Ethics Advanced Technology Limited

CONTACT US

bdprescription

bdprescription
bdprescription.com
Map Data
Map data ©2017 Google
Map DataMap data ©2017 Google
Map data ©2017 Google
Google Map
Google Map
bdprescription
bdprescription
bdprescription
bdprescription
Map
bdprescription
Satellite
bdprescription
Your IP Address 98.82.120.188

Submit Order